প্রকাশ :
২৪খবরবিডি: 'তৃণমূলকে নির্বাচনমুখী ও উজ্জীবিত করতে নেতাদের সঙ্গে বৈঠক করার কথা সাংগঠনিক সম্পাদকদের জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত না হলেও সেপ্টেম্বরের থেকে সুবিধাজনক সময়ে বসবেন বলে মনে করছেন নেতারা। সভায় উপস্থিত নেতারা মনে করেন, জেলা-উপজেলার নেতাদের নিয়ে বিভাগওয়ারী বসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।'
'এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আগামী ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের আগে জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের সম্মেলন শেষ
সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সঙ্গে বসবেন শেখ হাসিনা
-করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে যেসব জায়গায় সম্মেলন হয়েছে সে সব জায়গায় দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দিয়েছেন।'