প্রকাশ :
২৪খবরবিডি: 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।'
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফারুক খান, কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,
'টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন'
আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল এমপি, শেখ জুয়েল, এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন প্রমুখ।
'শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে চলে যান।'