সর্বশেষ

সাবেক অর্থমন্ত্রী মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ :


২৪খবর বিডি : ' সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো পৃথক শোক বার্তায় শোক জানান তারা । 
শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতির শক্তিশালী ভিত রচনায় আবুল মাল আবদুল মুহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি উন্নত সমৃদ্ধ 
 ' বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় আবুল মাল আব্দুল মুহিতের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 
* রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
 
' এদিকে শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সফল এ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ স্বীয় কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী পাকিস্তান সিভিল সার্ভিসের সদস্য মুহিতের ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে চাকরিরত অবস্থায় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রথম সরকারে যোগ দেওয়ার কথা তুলে ধরেন।' 
 
'' সাবেক অর্থমন্ত্রী মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক  ''
 
' প্রধানমন্ত্রী প্রয়াত মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। '
 
 
* স্পিকারের শোক
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এক শোকবার্তায় স্পিকার প্রয়াত মুহিতের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মুহিতের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
 
 
 
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত