সর্বশেষ

বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী সমাজব্যবস্থা দরকার: মিশেল ব্যাচেলেট

প্রকাশ :


২৪খবরবিডি: 'বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে হলে অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।'বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে ২০২৬ সালে বাংলাদেশের উত্তরণের জন্য প্রশংসা করে তিনি বলেন, বৈষম্য কমানোর জন্য বাংলাদেশকে অনেক কিছু করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্ঠায় এসডিজি ১৬ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এরজন্য আইনের শাসন এবং দায়বদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সংস্থা নিশ্চিত করতে হবে। এরমধ্যে রয়েছে মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মতপ্রকাশের স্বাধীনতা ও সুশীল সমাজের জন্য জায়গা থাকতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ (এসডিজি)-র দারিদ্র্য দূরীকরণ এবং শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করেছে বলেও তিনি জানান।


-রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গতকাল আমি অনেক রোহিঙ্গার সঙ্গে কথা বলেছি। তারা ফেরত যেতে চায়। তারা স্বেচ্ছায় এবং নিরাপদ পরিবেশে ফেরত যেতে চায়।

বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী সমাজব্যবস্থা দরকার: মিশেল ব্যাচেলেট

তিনি বলেন, তাদের ফেরত যাওয়ার পরিবেশ তৈরি হয়নি। মিয়ানমারের রাজনৈতিক পরিবেশ এখন জটিল। এই অবস্থায় প্রত্যাবাসন করতে হলে সঠিকমতো করতে হবে। যদি এটি না হয় তবে তারা আবার ফেরত আসবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত