প্রকাশ :
২৪খবরবিডি: 'বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে হলে অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।'বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
-রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গতকাল আমি অনেক রোহিঙ্গার সঙ্গে কথা বলেছি। তারা ফেরত যেতে চায়। তারা স্বেচ্ছায় এবং নিরাপদ পরিবেশে ফেরত যেতে চায়।
বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী সমাজব্যবস্থা দরকার: মিশেল ব্যাচেলেট
তিনি বলেন, তাদের ফেরত যাওয়ার পরিবেশ তৈরি হয়নি। মিয়ানমারের রাজনৈতিক পরিবেশ এখন জটিল। এই অবস্থায় প্রত্যাবাসন করতে হলে সঠিকমতো করতে হবে। যদি এটি না হয় তবে তারা আবার ফেরত আসবে।