২৪খবরবিডি: 'শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, পরিচালক নূরজাহান বেগমসহ তিনজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে। মামলাটি বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে আজ বুধবার এ রায় দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ।'
আদালতে ড. ইউনূসের পক্ষে রুল শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। গত বছর ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় আসামি করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মামলায়। পরে গত বছরের ২১ অক্টোবর শ্রম আদালত চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সমনে হাজির হলে ড. ইউনূসকে জামিন দেন ওই আদালত। পরে ডিসেম্বরে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন ড. ইউনূস ও নূরজাহান বেগম। হাইকোর্ট ওই আবেদনের শুনানি নিয়ে ১২ ডিসেম্বর মামলাটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে মামলাটি বাতিল প্রশ্নে রুল জারি করেন।
'হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে গত ১৩ আপিল বিভাগ স্থগিতাদেশ আরো দুই মাস বাড়িয়ে এই সময়ের মধ্যে হাইকোর্টকে রুলটি নিষ্পত্তি করতে বলেন।
নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চলবে
সর্বোচ্চ আদালতের এ আদেশ তুলে ধরে গত ২০ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হাইকোর্টে রুল শুনানির আবেদন করে। শুনানির পর রুল খারিজ করে এ রায় দেন উচ্চ আদালত।'