প্রকাশ :
২৪খবরবিডি: 'খাদ্যশস্য চুক্তির আওতায় চলমান সাফল্য ধরে রাখতে রাশিয়া ও ইউক্রেনকে আপসের মনোভাব প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার ইউক্রেনের লভিভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।'
'ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকন্দ্রে জাপোরিজ্জিয়াতে বেসামরিকরণের আহ্বানও পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।
খাদ্যশস্য চুক্তি: রাশিয়া ও ইউক্রেনকে 'আপসের মনোভাব' প্রদর্শনের আহ্বান জাতিসংঘের
তিনি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি ও এর আশেপাশের পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন। 'অবশ্য রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এতে বিদ্যুৎকেন্দ্রটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।'