সর্বশেষ

চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডিলিংয়ে এগিয়েছে আরও ৩ ধাপ

প্রকাশ :


২৪খবরবিডি: 'কন্টেইনার হ্যান্ডিলিংয়ে আরও তিন ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। ২৪ ঘণ্টা বন্দর চালু, সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ নানান অগ্রগতির কারণে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান ৬৪তম। গত বৃহস্পতিবার রাতে এ তালিকা প্রকাশ করে লন্ডন ভিত্তিক বন্দর বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।'
 

চট্টগ্রাম বন্দরের সচিক ওমর ফারুক বলেন, '২০২১ সালের কন্টেইনার পরিবহণ এবং অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে লয়েডস লিস্ট। তাদের তালিকায় চট্টগ্রাম বন্দরের ৩ ধাপ অগ্রগতি হয়েছে।' তিনি বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের মধ্যেই ২৪ ঘণ্টা চালু ছিল বন্দর। এছাড়া প্রযুক্তি স্থাপন, সুযোগ-সুবিধা বৃদ্ধির কারণে এ অগ্রগতি হয়েছে। আমাদের প্রচেষ্টা রয়েছে বন্দরকে আরও এগিয়ে নেয়ার।'


'জানা যায়, বন্দরগুলোর এক বছরের কাজের গতি এবং কন্টেইইনার পরিবহনের হিসেব করে প্রতি বছর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকা করে লয়েডস লিস্ট। লয়েডস লিস্টে ২০১০ সালে বন্দরের অবস্থান ছিল ৮৮।

চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডিলিংয়ে এগিয়েছে আরও ৩ ধাপ

এরপর ২০১১ সালে ৮৯তম, ২০১২ সালে ৯০তম, ২০১৩ সালে ৮৬তম, ২০১৪ সালে ৮৭তম, ২০১৫ সালে ৭৬তম ,২০১৬ সালে ৭১তম, ২০১৭ সালে ৭০তম অবস্থানে পৌঁছেছিল চট্টগ্রাম বন্দর।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত