সর্বশেষ

' চট্টগ্রামে অর্ধশত গ্রামে ঈদ সোমবার '

প্রকাশ :


(ফাইল ছবি)

২৪খবর বিডি : ' মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সোমবার (২ মে) চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা অন্যান্য বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবে। সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ হবে।'
 
* দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করবেন। নামাজের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। ঈদের নামাজে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা অংশ নেবেন বলে জানিয়েছে মির্জাখীল দরবার শরীফের মুরিদ ও মির্জাখীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী।
 
 
''  চট্টগ্রামে অর্ধশত গ্রামে ঈদ সোমবার  ''
 
 
 
' তিনি জানান, দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশে ঈদুল ফিতর উদযাপন করেন। একইভাবে ঈদুল আজহা ও রোজাও সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে একদিন আগে হয়ে থাকে। সোমবার ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।'
 
 
মির্জাখীল দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আগামীকাল ঈদ উদযাপন করবে।
 
এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা একইভাবে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করবেন।
 
 
 
Attachments area
 
 
 

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত