প্রকাশ :
২৪খবরবিডি: 'সারাদেশে দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই ১৪৫ টাকা মজুরির ঘোষণা আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তবে সরকার ঘোষিত ১৪৫ টাকা মজুরির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।'
সাধারণ চা শ্রমিকরা সরকারের বেঁধে দেওয়া এই ২৫ টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেয়নি। শ্রমিকরা আন্দোলন করলে আমি তাঁদের সঙ্গে আছি।' বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, 'আমাদের সেক্রেটারিসহ অন্যান্য শ্রমিক নেতারাসহ সাধারণ শ্রমিকরা এই প্রস্তাব মেনে নেয়নি।
আবারও ধর্মঘটে চা শ্রমিকরা, শ্রীমঙ্গলে সড়ক অবরোধ
তাই আমরা প্রধানমন্ত্রীকে এই প্রস্তাব পুর্নর্বিবেচনার জন্য আবেদন জানাচ্ছি। কাল থেকে আমাদের শ্রমিক ধর্মঘট আগের মতোই চলবে।' বৈঠকে সংসদ সদস্য আব্দুস শহীদ বলেন, 'প্রধানমন্ত্রী চা শ্রমিকদের মজুরি আপাতত ১৪৫ টাকা করতে বলেছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে এলে চা শ্রমিকদের দাবি-দাওয়াগুলো নিয়ে বসবেন।'