প্রকাশ :
২৪খবরবিডি: 'ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, যে সরকার ক্ষমতায় থাকে, পুলিশকে সাধারণত তার দিক নির্দেশনায় কর্মকাণ্ড চালিয়ে যেতে হয়। কিন্তু আওয়ামী লীগের প্রতি পুলিশের এক ধরনের দুর্বলতা সব সময়ই দেখেছি।শনিবার (২০ আগস্ট) চট্টগ্রাম নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।'
'প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকৃতজ্ঞ নন উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ অনেক পিছিয়ে ছিল। বিগত কোনো সরকার পুলিশকে সঠিকভাবে মূল্যায়ন করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীর খেয়াল রেখেছে। তাদের বেতন কাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, তাতে পুলিশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।
পুলিশের এক ধরনের দুর্বলতা সব সময় দেখেছি আওয়ামী লীগের প্রতি: ভূমিমন্ত্রী
কিছু কিছু কর্মকাণ্ডে পুলিশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের অনেক ভালো কাজ আছে, যেগুলো নিয়ে আমরা গর্ব করি। কিন্তু থানায় গেলে সাধারণ মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে সঠিকভাবে সেবা দিতে হবে। পুলিশের কাছ থেকে আমরা সব সময় সহযোগিতা পেয়েছি মন্তব্য করে এই নেতা বলেন, সামনের দিনগুলোতেও আপনাদের সহযোগিতা চাই। তবে আমি কোনো অন্যায় সহযোগিতা চাই না। জনগণকে একটু ভালো সেবা দিন। জনগণ যেন ভালোভাবে থাকতে পারে।'
'অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ উপস্থিত ছিলেন।'