সর্বশেষ

আজ তৃণমূলে বিএনপির ধারাবাহিক কর্মসূচি শুরু

প্রকাশ :


২৪খবরবিডি: 'দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে সোমবার থেকেই দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিএনপি। উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।'
 

এ বিষয়ে গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ৮১টি সাংগঠনিক জেলায় চিঠি দেওয়া হয়েছে। এতে সব পর্যায়ের কর্মসূচিতে নিজ নিজ জেলার কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও গত জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতাদের উপস্থিত থাকাসহ ছয়টি নির্দেশনা রয়েছে।


'এ ছাড়া মৌখিকভাবে জেলা নেতাদের জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি পালনে ব্যর্থ

আজ তৃণমূলে বিএনপির ধারাবাহিক কর্মসূচি শুরু

হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, এসব কর্মসূচি বাস্তবায়নে ১০ বিভাগে ১০ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত