/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক /
২৪খবরবিডি: 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগস্ট বাঙালি জাতির জীবনে এক ভয়াল ও নৃশংস অধ্যায়। কেননা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি।'
এর মধ্য দিয়ে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সোনার বাংলা গড়ার স্বপ্ন হারিয়েছিলাম। একইভাবে ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। রবিবার বিকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আ'লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জুনাইদ আহমেদ পলক দাবি করেন, '৭৫ এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাথা। উভয় আঘাতের মধ্য দিয়ে বিএনপি জামায়াত জোট সরকার আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করেছিল। তিনি আরো জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গঠনের জন্য কাজ করেছেন। এর পরই তাকে হত্যা করা হয়। অথচ তিনি যদি আর ১০টি বছর বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। 'এসময় পলক দাবি করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা শেখ হাসিনাকে হত্যার নীলনকশা ছিল। কিন্তু মহান আল্লাহ পাক তাকে রক্ষা করেছিলেন। ওই সময় শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই তার নেতৃত্বে বাংলাদেশ আর দেশের মানুষের আজ অভূতপূর্ব উন্নতি হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি এসময় দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ওই ঘাতকরা আজও বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি আরো জানান, আজকে যারা হুঙ্কার দিচ্ছে, বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে; এরাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের ঘাতক।
বাঙালি জাতির জীবনে 'আগস্ট ভয়াল অধ্যায়': পলক
তাদের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'আমাদের সবাইকে সচেতনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে'। 'উপজেলা আ. লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ. লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, আ. লীগ নেতা সৈয়দ মোর্তজা আলীবাবলু এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।'