প্রকাশ :
২৪খবরবিডি: 'আগামী মাসে মেট্রোরেলের ইন্টিগ্রেটেড টেস্ট বা সমন্বিত ট্রায়াল রান শুরু হবে। এতে তিন মাসের মতো সময় লাগবে। পরীক্ষামূলক চলাচল শেষে চলতি বছরের ডিসেম্বরেই মেট্রোরেলের দিয়াবাড়ি-আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে। সোমবার মাসিক ব্রিফিংয়ে মেট্রোলের নির্মাণকারী সরকারি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।'
'এমডি আরও জানান, ডিসেম্বরে ১০ সেট ট্রেন দিয়ে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিনে ১০ মিনিট পর পর ট্রেন চলবে।
সেপ্টেম্বরে ট্রায়াল রান, ডিসেম্বরে চলবে মেট্রোরেল
পরে যাত্রীর সংখ্যা সাপেক্ষে সাড়ে তিন মিনিট পর পর ট্রেন চলবে। ফজরের নামাজ থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে।'