প্রকাশ :
২৪খবরবিডি: 'জন্ম নিবন্ধনের জন্য রাজধানীর বালু নদীর তীর ঘেঁষা বেরাইদ এলাকার বাসিন্দাদের কাওরান বাজারে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে যেতে হয়। আবার নিবন্ধনে তথ্যগত ভুল থাকলে সেটার সংশোধনে যেতে হয় সদরঘাটে অবস্থিত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে।'
-এ সেবা ওয়ার্ডে স্থানান্তরের জন্য অনেকদিন ধরে কাজ করছিলেন উত্তর সিটির জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস। তিনি জানান, পুরনো ৩৬টি ওয়ার্ডে এ সেবা পৌঁছানো সম্ভব হলেও দেরি হবে নতুন ১৮টি ওয়ার্ডে। তিনি বলেন, 'সহকারী নিবন্ধককে অবশ্যই সরকারি কর্মকর্তা বা কর্মচারী হতে হয়।
এখন থেকে উত্তর সিটির জন্ম নিবন্ধন সেবা যাচ্ছে ওয়ার্ডে
তাই নতুন ১৮টি ওয়ার্ডে সিটি করপোরেশনের নিয়োগকৃত ওয়ার্ড সচিব না থাকায় এখানে এ সেবা বিলম্বিত হতে পারে। ওয়ার্ড সচিব নিয়োগের কাজ চলছে।' এ বিষয়ে জানতে চাইলে উত্তর সিটির ১ নং ওয়ার্ডের সচিব নাছিম বলেন, 'আমাদের সহকারী নিবন্ধকের দায়িত্ব দেওয়া হলে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের প্রয়োজন পড়বে।' অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির ও খিলগাঁও অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো জানিয়েছেন তারা এ ধরনের কোনও উদ্যোগ এখনও নেননি।'