সর্বশেষ

সয়াবিন তেলের দাম আবারও বাড়লো

প্রকাশ :


২৪খবরবিডি: 'সয়াবিন তেলের দাম আবার লিটারে বেড়েছে ৭ টাকা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯২ টাকায়। আগে এ দাম ছিল ১৮৫ টাকা। তবে কমানো হয়েছে খোলা পাম ওয়েলের দাম। ৭ টাকা কমে এখন থেকে প্রতি লিটার পাম ওয়েল বিক্রি হবে ১৪৫ টাকায়।'

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ মঙ্গলবার থেকেই কার্যকর হবে। বোতলজাত সয়াবিনে ৭ টাকা বাড়লেও খোলা সয়াবিনে প্রতি লিটারে বেড়েছে ৯ টাকা। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা; যা আগে ছিল ১৬৬ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৪৫ টাকা। সেই হিসাবে ৫ লিটারের বোতলে প্রতি লিটারের মূল্য পড়বে ১৮৯ টাকা। এর আগে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাবে দেশে সয়াবিন তেলের দাম দুইশো টাকা ছাড়ায়। পরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করা হয়। এর এক মাস পরে আবার তেলের দাম বাড়ানো হলো।


-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ আগস্ট সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সয়াবিন  তেলের  দাম  আবারও  বাড়লো

জানা গেছে, বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনার পর খোলা সয়াবিনে লিটারে ৯ টাকা এবং বোতলজাত সয়াবিনে লিটারে ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত