সর্বশেষ

রাজধানীতে বাসে হাফ ভাড়া: মালিকপক্ষের আশ্বাসে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

প্রকাশ :


/ বাসে হাফ ভাড়ার দাবিতে বনানী-গুলশান ২ সড়ক অবরোধ শিক্ষার্থীদের /ছবি- ফোকাস বাংলা

২৪খবরবিডি: 'বাসে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। মালিকপক্ষের আশ্বাসে মঙ্গলবার দুপুর আড়াইটায় তারা সড়ক ছেড়ে দেন। ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বনানী বিদ্যানিকেতনে বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।'
 

গুলশান চাকার এমডি আফতাব উদ্দিন মাসুদ বলেন, তাদের পক্ষে একটি প্রতিনিধি দল বনানী বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করেছেন। আগামী বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক হবে। এসময় পর্যন্ত তিনি ছাত্রদের সহনশীল হওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, এ আন্দোলনে তিতুমীর কলেজসহ বহিরাগতরা অংশ নেয়। তাদের কেউ কেউ গুলশান চাকার বাসের একটি কাঁচ এবং বনানীর একটি কাউন্টার ভাঙচুর করে। আন্দোলনের সমন্বয়ক বনানী বিদ্যানিকেতনের দশম শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ হাসান বলেন, গুলশান চাকা ও ঢাকা চাকা পরিবহনে কাকলি থেকে নতুনবাজার পর্যন্ত তারা ভাড়া দিতো ২৫ টাকা। এখন তেলের দাম বাড়ায় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০ টাকা।


-এর আগে বাসে হাফ পাসের দাবিতে বনানী পোষ্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে রাখে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

রাজধানীতে বাসে হাফ ভাড়া: মালিকপক্ষের আশ্বাসে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। 'বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত