প্রকাশ :
২৪খবরবিডি: 'চাকরি স্থায়ীকরণের দাবিতে ৯০ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে মৎস্য অধিদপ্তরের 'ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)' প্রকল্পের ৫১২ কর্মচারি। দাবি পূরণ না হওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে তারা অর্ধাহারে-অনাহারে এই কর্মসূচি অব্যাহত রেখেছেন।'
'আমরা চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা তিন মাস ধর জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের পাশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সচিবসহ শীর্ষ কর্মকর্তারা আসা যাওয়া করেন।
প্রেস ক্লাবের সামনে 'টানা তিনমাস ধরে মৎস্যের ৫১২ কর্মচারি অবস্থান কর্মসূচি
একবারও আমাদের দুঃখ-দুর্দশা দেখতে আসেননি তারা। আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রকিবুজ্জামান, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ইশরাত জাহান প্রমুখ।'