/ ফাইল ছবি /
২৪খবরবিডি: 'ইংল্যান্ডের বহুল আলোচিত পাকিস্তান সফরের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। তিন টেস্টের দ্বিতীয়টি হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে গত ১৬ বছরে হয়নি কোনো টেস্ট। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে সবশেষ টেস্ট খেলেছিল পাকিস্তান। ব্যাটসম্যানদের আধিপত্যের ম্যাচটি হয়েছিল ড্র। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংলিশরা। সবশেষ তারা দক্ষিণ এশিয়ার দেশটিতে খেলেছিল ২০০৫ সালে।'
সেবার তিন টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। এবারের সফরটি দুই ভাগে করবে ইংলিশরা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে খেলবে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার সূচি আগেই ঘোষণা করা হয়েছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে উড়াল দেবে অস্ট্রেলিয়ায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার জানায় টেস্ট সিরিজের দিনক্ষণ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটির প্রথম ম্যাচ শুরু আগামী ১ ডিসেম্বর, রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্ট শুরু ৯ ডিসেম্বর। করাচিতে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর। পাকিস্তানে আসার আগে ইংল্যান্ডের টেস্ট দল ১৮ নভেম্বর থেকে থাকবে আবু ধাবিতে। সেখানে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। ম্যাচটি শুরু ২৩ নভেম্বর। গত বছরের অক্টোবরে ইংল্যান্ড নারী ও পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। উভয় দলের খেলার কথা ছিল দুটি করে টি-টোয়েন্টি। কিন্তু তার আগের মাসেই নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে পাকিস্তান থেকে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড দল। পরে ইংল্যান্ডও তাদের দুই দলকেই পাকিস্তানে না পাঠানোর কথা জানায়।
'এ নিয়ে তোলপাড় হয়েছিল তখন। পরে ইংল্যান্ড জানিয়েছিল, ২০২২ সালের পূর্ব নির্ধারিত সিরিজে বাড়তি দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি তাই সাত ম্যাচের হতে যাচ্ছে।
পাকিস্তানে ১৭ বছর পর যাবে ইংল্যান্ড, সূচি চূড়ান্ত
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ২০, ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর হবে প্রথম চার ম্যাচ। ২৮, ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর পরের তিন ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।'