সর্বশেষ

উন্নয়নকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে: রাষ্ট্রপতি

প্রকাশ :


/ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ /

২৪খবরবিডি: 'জনপ্রতিনিধিদের জনগণের সামনে নিজেদের ভুল ত্রুটি ও কর্মকাণ্ড স্বচ্ছভাবে তুলে ধরতে হবে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ সফরের দ্বিতীয় দিন সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।'
 

আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় অনুষ্ঠানে হাওর এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, কেউ যেন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। হাওরের সৌন্দর্য যেন কোনভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকায় যত্রতত্র বাড়িঘর ‌তৈ‌রি ক‌রে প‌রি‌বেশের ক্ষ‌তি কর‌তে না পারে সে বিষয়ে সজাগ থাকার উপর জোর দেন রাষ্ট্রপতি। হাওর এলাকার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তি‌নি।


'এদিন স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন এবং রেজওয়ান আহমদ তৌফিক ও রাষ্ট্রপতির সচিবরা মতবি‌নিময় সভায় উপস্থিত ছিলেন।

 উন্নয়নকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে: রাষ্ট্রপতি

এর আগে আবদুল হামিদ মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত