২৪খবরবিডি: 'মাগুরার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামে মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে রাকিবুল ইসলাম চাঁদ (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মাগুরা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে আশংকাজনক অবস্থায় তার শরীরে অস্ত্রোপচার চলছে। হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত ১১টায় শহরের ভায়না মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।'
এ সময় রাস্তার দু'পাশে শত শত যানবহন আটকে যায়। আহত রাকিবুল ইসলাম চাঁদের স্ত্রী রাশিদা বেগম দাবি করেছেন গত ইউপি নির্বাচনে স্থানীয় শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে রাকিবুল আওয়ামী লীগ নেতা কাজী তারিকের নৌকার পক্ষে কাজ করেন। এতে ওই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ক্ষুব্ধ হন। নির্বাচনের পর থেকেই কুতুবুল্লাহ ও তার সমর্থকরা রাকিবুল ইসলাম চাঁদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাকিবুল মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে নিজ গ্রাম ছোনগাছি ফিরছিলেন। পথিমধ্যে ছোনগাছায় কুতুবুল্লাহ হোসেন কুটির ইটভাটা এলাকায় পৌঁছালে তার মাথা ও দু'পায়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত রাকিবুল শ্রীকোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পর পর তিন বার নির্বাচিত ইউপি সদস্য। তবে কুতুবুল্লাহ কুটি তার বিরুদ্ধে রাকিবুলের স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে যুবলীগ নেতার এ হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত ১১টায় শহরের ভায়না মোড়ে ঢাকা- খুলনা মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করেন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় রাস্তার দু'পাশে শত শত যানবহন আটকে যায়। এক পর্যায়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
'মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বলেন, রাকিবুল যুবলীগের একজন নিবেদিত কর্মী। সে অত্যন্ত শান্তিপ্রিয়। এলাকায় জনপ্রিয়তা থাকায় তিন বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। নৌকার নির্বাচন করায় তার ওপর এ
মাগুরায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম: প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
ধারনের হামলা হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'