প্রকাশ :
২৪খবরবিডি: 'বেতন বৃদ্ধির দাবিতে বড় আন্দোলনের দিকে যাচ্ছেন নৌযান শ্রমিকরা। আগামী মাসের প্রথম সপ্তাহে তারা অবিরাম ধর্মঘট শুরু করতে পারেন। এর প্রস্তুতি হিসেবে উপকূলীয় জেলা শহরগুলোতে মানববন্ধন-সমাবেশ করছেন।আজ বুধবার দুপুরে বরিশাল নগরের সদর রোডে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।'
-মাস্টার আবুল হাসেম বলেন, বেতন বৃদ্ধির দাবি বাস্তবায়নের জন্য নৌযান চলাচলকারী জেলাগুলোতে শ্রমিকরা পর্যায়ক্রমে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শোকের মাস শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারাদেশে
নৌযান শ্রমিকদের দাবি 'সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন'
শ্রমিকেরা একযোগে কর্মবিরতিতে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন। বরিশালে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন নৌযান শ্রমিক নেতা বজলুর রহমান রিপন, মাস্টার একিন আলী, হারুন অর রশিদ মাহবুব, কবির হোসেন, তুষার সেন, আসাদুজ্জামান প্রমুখ।