প্রকাশ :
২৪খবরবিডি: 'দুই-এক দিনের মধ্যে হাসপাতালে যেতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আরো বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তার শরীরে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, 'ম্যাডামের আগের জটিলতা নতুন করে দেখা দিয়েছে। বাসায় রেখে চিকিৎসা কঠিন হয়ে পড়েছে।'
'এর আগে গত সোমবার রাতে এভারকেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওই দিন বিকালে হাসপাতালে তার সাতটি পরীক্ষা করানো হয়। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে পুনরায় পরামর্শ দেয় মেডিকেল বোর্ড।
খালেদা জিয়া আবারও ভর্তি হতে পারেন হাসপাতালে
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।'