সর্বশেষ

'২০২১-২২' বর্ষসেরা নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস

প্রকাশ :


/ বর্ষসেরা নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস /

২৪খবরবিডি: '২০২১-২২ মৌসুমের বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেয়াস। বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তানবুলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে তার নাম ঘোষণা করা হয়।'
 

এছাড়া বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। প্রথমবার এই পুরস্কার জিতলেন পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই তারকা। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ থিবো কোর্তুয়া ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে। উয়েফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদকে ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়া কার্লো আনচেলত্তি। সেরা হওয়ার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লপকে। এছাড়া বর্ষসেরা নারী কোচ হয়েছেন চেলসির সারিনা ভেইগমান।


'উয়েফার বর্ষসেরা পুরস্কার':

পুরুষ খেলোয়াড়
করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)

নারী খেলোয়াড়
আলেক্সিয়া পুতেয়াস (স্পেন ও বার্সেলোনা)

'২০২১-২২' বর্ষসেরা নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস

পুরুষ কোচ
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

নারী কোচ
সারিনা ভেইগমান (ইংল্যান্ড)

প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
আরিগো সাচ্চি (ইতালি)

Share

আরো খবর


সর্বাধিক পঠিত