সর্বশেষ

ভ্রাম্যমাণ আদালত: 'গাজীপুরের ৯টি সিএনজি স্টেশনকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশ :


২৪খবরবিডি: 'গাজীপুরের ৯টি সিএনজি স্টেশনকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিইআরসি'র লাইসেন্স না থাকায় ও অবৈধ সিলিন্ডারে গ্যাস বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী ওই দণ্ড প্রদান করেন।'
 

গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-জয়দেবপুর) ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানা, বাসন থানা ও গাছা থানা এলাকায় স্থাপিত বিভিন্ন সিএনজি স্টেশনে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষের (জোবিঅ-জয়দেবপুর) উদ্যোগে অভিযান পরিচালিত হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিইআরসি'র লাইসেন্স না থাকায়/নবায়ন না থাকার কারণে পূর্ব চান্দনা এলাকার হোসেন এন্ড সন্স'কে ৮০ হাজার টাকা, কড্ডা নাওজোড় এলাকার এম এইচ সিএনজি'কে ১ লাখ টাকা, নাওজোড় এলাকার মাহবুব ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা, একই এলাকার রিয়াজ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা, ভোগড়া এলাকার ইউনিয়ন ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা, কুনিয়া তারগাছ এলাকার সুসল সিএনজিকে ৮০ হাজার টাকা, একই এলাকার জ্যারোমা সিএনজিকে ৮০ হাজার টাকা, কুনিয়া বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ সরকার সিএনজিকে ৬০ হাজার টাকা ও বোর্ডবাজারের কলমেশ্বর এলাকার মির্জাপুর সিএনজিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


'এছাড়াও সিএনজি প্রতিষ্ঠানে অবৈধ সিলিন্ডারে গ্যাস বিক্রয় করার অপরাধে কড্ডা এলাকার রিয়াজ ফিলিং স্টেশনকে আরও ৮০ হাজার টাকা এবং নাওজোড় এলাকার এমএইচ সিএনজিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত: 'গাজীপুরের ৯টি সিএনজি স্টেশনকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা 

অভিযান পরিচালনাকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-জয়দেপুর) ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ ও মো. আমিরুল ইসলামসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত