২৪খবরবিডি: 'জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে 'অপরিণামদর্শী ফ্যাসিবাদী' বলে অভিহিত করেছে বিএনপিদলটি বলেছে, সরকারের এ সিদ্ধান্তে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বেনজীরকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দিয়েছে। এটি বাংলাদেশের জন্য অবমাননাকর।'
'শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘের সম্মেলনে সরকার যে প্রতিনিধি তালিকা দিয়েছে এতে ইচ্ছাকৃতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত অপরাধীকে যুক্ত করার মধ্য দিয়ে সরকার প্রমাণ করল বিশ্ববিবেক ও মতামতকে তোয়াক্কা না করে তারা হিংস্র মানবতাবিরোধী অপতৎপরতা চালিয়ে যাবে। এই ফ্যাসিবাদী সিদ্ধান্তের দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। বেনজীর আহমেদের ভিসা পাওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দেওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের ১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনো ব্যক্তি শুধু জাতিংঘের সুনির্দিষ্ট সম্মেলনে যোগ দিতে পারবেন এবং তাঁর অবস্থান সীমিত থাকবে জাতিসংঘ প্রাঙ্গণে। এ ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকার এ ধরনের দায়-দায়িত্বহীন আচরণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সত্যের অপলাপ দাবি করে মির্জা ফখরুল বলেন, হাইকমিশনার সংবাদ সম্মেলনে বলেছেন, সম্পূর্ণ স্বাধীন একটা সংস্থা তৈরি করতে হবে, যারা স্বাধীন ও নিরপেক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করবে।'
'দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশে অবস্থানকালে পরিস্কার করে তাঁর বক্তব্যে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রস্তাব দিয়ে গেছেন। প্রয়োজনে
বেনজীর আহমেদের নাম জাতিসংঘের সম্মেলনে অন্তর্ভুক্তি অপরিণামদর্শী সিদ্ধান্ত: বিএনপি
জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ এই তদন্তে সহায়তা করবে বলেও তিনি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।'