সর্বশেষ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

প্রকাশ :


২৪খবর বিডি : ' ঈদযাত্রায় গত তিন-চার দিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও আজ তা নেই। ফলে রাজধানী থেকে ছেড়ে আসা ঘরমুখো মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। সোমবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন পয়েন্টে ঘুরে কোথাও যানবাহনের চাপ লক্ষ করা যায়নি। সড়ক ফাঁকা রয়েছে। 
 
' আজ এ সড়কে স্বাভাবিক সময়ের মতোই গাড়ি চলাচল করছে। ফলে স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
 
'' ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা  ''
 
* এর আগে গত ঈদের সময়েও ঘরমুখো মানুষকে এই মহাসড়কে ৮-১০ ঘণ্টা আটকে থাকতে হয়েছে। কিন্তু এবার পুলিশ প্রশাসন ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ বিভিন্ন প্রদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনও যানজটের সৃষ্টি হয়নি।
 
 
' টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘আজ মহাসড়কে গাড়ির চাপ নেই। স্বাভাবিক সময়ের চেয়ে কম যানবাহন চলাচল করছে। এবার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত