সর্বশেষ

রূপগঞ্জের পূর্বাচলে মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমিতে মাটি ভরাটে নিষেধাজ্ঞা: হাইকোর্ট

প্রকাশ :


২৪খবরবিডি: 'নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মেরিন সিটির ব্যানারে থাকা আড়াই হাজার বিঘা জমিতে মাটি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।'
 

'এ ছাড়াও জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন। রুলে মেরিন সিটির ওই জমিতে অবৈধভাবে মাটি ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম. রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।'


'সংশ্লিষ্ট আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকায় মেরিন সিটি কর্তৃক অবৈধভাবে আড়াই হাজার বিঘা জমিতে বালু ভরাটের অভিযোগ ওঠে। পরে ওই বালু ভরাটের বিরুদ্ধে

রূপগঞ্জের পূর্বাচলে মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমিতে মাটি ভরাটে নিষেধাজ্ঞা: হাইকোর্ট

প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা এবং ঘটনা তদন্ত করতেও রিটে নির্দেশনা চাওয়া হয়। রোববার ওই রিটের শুনানি নিয়ে রুল জারিসহ আদেশ দেন হাইকোর্ট।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত