প্রকাশ :
২৪খবরবিডি: 'নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মেরিন সিটির ব্যানারে থাকা আড়াই হাজার বিঘা জমিতে মাটি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।'
'সংশ্লিষ্ট আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকায় মেরিন সিটি কর্তৃক অবৈধভাবে আড়াই হাজার বিঘা জমিতে বালু ভরাটের অভিযোগ ওঠে। পরে ওই বালু ভরাটের বিরুদ্ধে
রূপগঞ্জের পূর্বাচলে মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমিতে মাটি ভরাটে নিষেধাজ্ঞা: হাইকোর্ট
প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা এবং ঘটনা তদন্ত করতেও রিটে নির্দেশনা চাওয়া হয়। রোববার ওই রিটের শুনানি নিয়ে রুল জারিসহ আদেশ দেন হাইকোর্ট।'