প্রকাশ :
২৪খবরবিডি: 'রাজধানীর বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাতে পল্টন থানা ও রমনা থানা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়।এতে রমনা থানা ছাত্রলীগের সভাপতি কামরুল গাজীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।'
'কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা পুলিশ বা ছাত্রলীগের কেউই নিশ্চিত করেনি। তবে ছাত্রলীগের সূত্রগুলো বলছে, বেইলি রোড এলাকা রমনা থানার মধ্যে হলেও পল্টনের কাছাকাছি হওয়ায় এলাকার আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। এর জেরেই সংঘর্ষ হতে পারে।এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন জানান, তিনি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে বাসায় রয়েছেন।
রাজধানীর বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
কারা, কী নিয়ে ঝামেলা করেছে, তা তার জানা নেই। আর রমনা থানা ছাত্রলীগের সভাপতি কামরুল গাজীর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিজেদের মধ্যে পুরনো ঝামেলার জেরে রমনা ও পল্টন থানা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। বেইলি রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'