সর্বশেষ

'ভারত সহজেই হারাল হংকংকে'

প্রকাশ :


/ হংকং-এর বিপক্ষে বড় জয় ভারতের / ছবি: টুইটার

২৪খবরবিডি: 'পাকিস্তানকে হারানোর পর এশিয়া কাপে হংকং-এর বিপক্ষে সহজে জিতেছে ভারত। বুধবার রাতের ম্যাচে বিরাট কোহলি-সূর্যকুমারের ব্যাটে বড় রান তুলে ৪০ রানে জিতেছে রোহিত শর্মার দল। নাম তুলেছে সুপার ফোরে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে ভারত।'

 

'গ্রুপ পর্বের এই ম্যাচে ওপেনার রোহিত শর্মা এক প্রান্ত দিয়ে ঝড়ো শুরু করে ১৩ বলে ২১ রান করেন। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। কেএল রাহুল দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন বিরাট কোহলির সঙ্গে। রাহুল ফিরে যাওয়ার আগে করেন ৩৯ বলে ৩৬ রান। দুটি ছক্কা মারেন তিনি। পরের গল্পটা বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। তিনে নামা কোহলি ৪৪ বলে তিন ছক্কা ও এক চারে ৫৯ রানের হার না মানা ইনিংস খেলেন। তার সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন সূর্যকুমার। তিনি ব্যাট হাতে তাণ্ডব চালান। মাত্র ২৬ বলে খেলেন ৬৬ রানের বিধ্বংসী ইনিংস। ছয়টি চারের সঙ্গে ছয়টি ছক্কা হাঁকান ভারতের ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটার। এর মধ্যে সূর্যকুমার ইনিংসের শেষ ওভারে হাঁকান চারটি ছক্কা।'


'জবাব দিতে নেমে হংকং ৫ উইকেটে ১৫২ রান করতে পারে। দলটির হয়ে তিনে নামা বাবর হায়াত ৩৫ বলে দুই ছক্কা ও তিন চারে ৪১ রান করেন। চারে নামা কিঞ্চিত শাহ ২৮ বলে দুই চার ও এক ছক্কায় করেন ৩০ রান। এছাড়া জিশান আলী

'ভারত  সহজেই  হারাল  হংকংকে'

১৭ বলে ২৬ ও স্কট ম্যাককেনি ৮ বলে ১৬ রান করেন। ভারতের হয়ে ভুবনেশ্বর ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন এক উইকেট। রবিন্দ্র জাদেজা ৪ ওভারে মাত্র ১৫ রানে এক উইকেট তুলে নেন। অর্শদ্বীপ সিং ৪ ওভারে ৪৪ ও আবেশ খান ৪ ওভারে ৫৩ রান খরচ করে একটি করে উইকেট নেন। বিরাট কোহলি ১ ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ৬ রান।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত