প্রকাশ :
২৪খবরবিডি: 'ক্রেন কাত হয়ে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায় পেয়েছে তদন্ত কমিটি। একইসঙ্গে ঠিকাদারকে শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে চুক্তি বাতিল করে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা- তা মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।'
'বিআরটির উড়াল অংশের ঠিকাদার চীনের আরেক প্রতিষ্ঠান জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ঠিকাদার গত পাঁচ বছরে কখনোই ঠিকভাবে কাজ করেনি আর্থিক সংকটে। কাজ করার মতো পূর্ণ সামর্থ্য তাদের ছিল না।
তদন্ত প্রতিবেদন জমা,'উত্তরায় গার্ডার দুর্ঘটনায় চীনা ঠিকাদার দায়ী'
তদন্ত কমিটি সূত্র জানিয়েছে, জামিনে বেরিয়ে আসা আসামিদের খুঁজে বের করে জবানবন্দি নেওয়া ছিল সবচেয়ে কঠিন কাজ। তাদের জবানবন্দি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পুরো ঘটনা উঠে এসেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্দেশেই ছুটির দিনে কাজ করছিলেন সাধারণ কর্মীরা। এতে তাঁদের কোনো দায় ছিল না। এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বলে প্রতিবেদনে বলা হয়েছে।'