সর্বশেষ

নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করতেন জিয়া: তথ্যমন্ত্রী

প্রকাশ :


২৪খবরবিডি: 'জিয়াউর রহমানকে ঠান্ডার মাথার খুনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, জিয়াউর রহমান সকালে নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করতেন। ১৯৭৭ সালে বিমান এবং সেনাবাহিনীতে তাঁর হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন আমরা বিশ্বাঙ্গনে তুলে ধরব।'
 

'শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জিয়াউর রহমানের গুম-খুনের রাজনীতির কালো অধ্যায় নিয়ে দীপ্ত টেলিভিশন নির্মিত প্রামাণ্য চিত্র 'গণফাঁসি ৭৭' প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। 'মায়ের কান্না' সংগঠন ও দীপ্ত টিভি এর আয়োজক। তিনি বলেন, শক্তিশালী কমিশন গঠন করে জিয়াউর রহমান যেসব সেনা ও বিমান বাহিনীর সদস্যদের হত্যা করেছেন, তার রহস্য উন্মোচন দাবির সঙ্গে আমি একমত। কখন ফাঁসি হয়েছে, কীভাবে হত্যা করা হয়েছে- এই জবাব খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের দিতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব জিয়া। তাঁর স্ত্রী খালেদা জিয়াও কম নন। ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে তাঁকে হত্যার অপচেষ্টা করেছেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান। চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম, সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, দীপ্ত টেলিভিশনের সিইও ও 'গণফাঁসি ৭৭' প্রামাণ্যচিত্রের পরিচালক ফুয়াদ চৌধুরী, মায়ের কান্নার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিঞা লেলিন ছাড়াও ১৯৭৭ সালে জিয়াউর রহমান সরকারের গুমের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।'


'এর আগে দুপুরে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রে এক বিতর্ক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ন্যায়, জ্ঞান ও যুক্তিভিত্তিক সমাজ গঠন করতে হলে বিতর্ক থাকতে হবে। বিতর্ক না থাকলে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠন সহজ হয় না। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও রানারআপ

 নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করতেন জিয়া: তথ্যমন্ত্রী

দল জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রতিযোগীদের হাতে ট্রফি ও সম্মাননার চেক তুলে দেন তিনি। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার প্রমুখ বক্তব্য দেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত