সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভার্চুয়ালি মতবিনিময়

প্রকাশ :


/ চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা /

২৪খবরবিডি: 'সিলেটসহ সারাদেশের চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ উপলক্ষে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে চা বাগানগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।'

শনিবার বিকেল ৪টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মতবিনিময় শুরু করেন।' এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটাধিকার দিয়েছিলেন। এরপর আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের শিক্ষা-চিকিৎসা সহ অন্যান্য সব সুযোগ-সুবিধা বাড়িয়েছেন।'


'তিনি বলেন, সম্প্রতি চা শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়ানো হয়েছে। বাগান মালিকদের সঙ্গে অনেক দেন-দরবার করে এই ৫০ টাকা বাড়িয়েছি।

 প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভার্চুয়ালি মতবিনিময়

মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ কর্মবিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে গত ২৮ আগস্ট ধর্মঘট ভেঙে কাজে যোগ দেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত