সর্বশেষ

জয়ের নিজের একান্তই সিদ্ধান্ত রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়া, এএনআইকে প্রধানমন্ত্রী

প্রকাশ :


/ প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ছবি: এএনআই

২৪খবরবিডি: 'বাংলাদেশ সরকার সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ডিজিটাল উদ্যোগ নিয়েছে। তবে তার রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়ার সিদ্ধান্তটি একান্তই জয়ের নিজের এবং দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'
 

'ছেলে সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় রাজনীতিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, 'দেখুন, ও একজন পূর্ণবয়স্ক মানুষ। এ সিদ্ধান্ত ওর ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা জানেন, ও আমাকে সহযোগিতা করছে । তবে সে কখনোই দল কিংবা মন্ত্রণালয়ে কোনো পদ পাওয়ার কথা ভাবেনি। তবে সে দেশের জন্য কাজ করছে। তিনি বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, সাবমেরিন ক্যাবল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো ডিজিটাল ব্যবস্থা তার পরামর্শেই নেওয়া হয়েছে।'


'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দলীয় সম্মেলনে তার জন্য জোরালো দাবি উঠেছিল। তখন আমি ওকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও এবং বল তুমি কী চাও।

জয়ের নিজের একান্তই সিদ্ধান্ত রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়া, এএনআইকে প্রধানমন্ত্রী

তখন সে বলল, 'আমি এ মুহূর্তে দলে কোনো অবস্থান চাই না। বরং যারা এখানে কাজ করছেন, তাদের এ পদ পাওয়া উচিত।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত