প্রকাশ :
২৪খবরবিডি: 'বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি। দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার ফের থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল ৮টার দিকে তুমব্রু সীমান্তে থেমে থেমে গুলির শব্দে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।'
'বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, সীমান্তে আবারও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। তবে ভয়ভীতির কোনো কারণ নেই। আমরা সীমান্তে সর্তক অবস্থানে রয়েছি। এর আগে ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে
ঘুমধুম-তুমব্রু সীমান্তে থেমে থেমে গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা
মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় বান্দরবানের ঘুমধুমের ইউনিয়নের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম এলাকায় পড়ে।'