প্রকাশ :
২৪খবরবিডি: 'নিজের যোগ্যতায় বলিউডে অবস্থান গড়েছেন ৩৬ বছর বয়সী হুমা কুরেশী। সুঅভিনেত্রী হিসেবে নামডাক আছে তার। সেই হুমা এবার মুখ খুলেছেন বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে। মেয়েদের মধ্যে ঝগড়াঝাঁটিকে ইংরেজিতে অনেক সময় 'ক্যাটফাইট' বলে অভিহিত করা হয়।'
'হুমার মতে, যদি দু'জন খ্যাতনামা অভিনেত্রীর মধ্যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার ইঁদুরদৌড় থাকেও, তা নিয়ে যে পরিমাণ চর্চা হয়, পুরুষ অভিনেতাদের নিয়ে সেই পরিমাণ চর্চা হয় না। অথচ তাদের মধ্যেই প্রতিযোগিতা বেশি। হুমা
পুরুষদের বেলায় বলা হয় ডগফাইট, মেয়েদের হলে ক্যাটফাইট !
কুরেশির হাতে এখন বেশ কিছু কাজ রয়েছে। 'ডাবল এক্সেল' নামে একটি সিনেমা ছাড়াও বিখ্যাত রন্ধনশিল্পী তরলা দালালের বায়োপিকে অভিনয় করছেন তিনি। নেটফ্লিক্সেও 'মণিকা ওহ মাই ডার্লিং' নামে একটি সিনেমাতে কাজ করবেন তিনি।'