প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
২৪খবরবিডি: 'বিশ্বের বৃহত্তম চাল উৎপাদন ও রপ্তানিকারী দেশ ভারত ভাঙা চাল (খুদ) রপ্তানিতে নিষেধাজ্ঞা ও চাল রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের ভোক্তা অধিকার ও খাদ্যবণ্টন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সুধাংশু পাণ্ডে বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।'
'গত চার বছর ধরে খুদের রপ্তানি বাড়ছে এবং এখন এমন অবস্থা হয়েছে যে, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো খুদও আমাদের কাছে যথেষ্ট পরিমাণে নেই। এ কারণে বাধ্য হয়েই এ পদক্ষেপ নিতে হয়েছে সরকারের,' রয়টার্সকে বলেন সুধাংশু পাণ্ডে। স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় চলতি বছর বিগত বিভিন্ন বছরের চেয়ে চালের উৎপাদন হ্রাস পেয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টন।
'খুদ' রপ্তানিতে নিষেধাজ্ঞা, চাল রপ্তানিতে বিধিনিষেধ জারি ভারতের
এ কারণে রপ্তানিকারকদের নিরুৎসাহিত করতেই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।' আন্তর্জাতিক বাজারে চাল রপ্তানিতে শীর্ষে রয়েছে ভারত। চলতি ২০২১-২২ অর্থবছরে ইতোমধ্যে ২ কোটি ১২ লাখ টন চাল রপ্তানি করেছে দেশটি। তার আগের বছর এই পরিমাণ ছিল ১ কোটি ৭৮ লাখ টন।'