সর্বশেষ

'আমি ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি': জয়া আহসান

/ বিউটি সার্কাস /

প্রকাশ :


/ ট্রেলারে জয়া আহসান /

২৪খবরবিডি: 'দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সার্কাসের বিউটি হয়ে দেখা দিলেন জয়া আহসান। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা 'বিউটি সার্কাস'-এর ট্রেলার। যেখানে সিনেমার চুম্বক অংশ উঠে এসেছে।'

'মুক্তি উপলক্ষে কদিন আগে থেকেই শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। প্রথমে পোস্টার, এরপর প্রকাশ করা হয় এই সিনেমার গান 'নিরুদ্দেশ'। এবার ট্রেলারের মাধ্যমে দর্শকের আগ্রহ বাড়ানোর প্রচেষ্টা। ২ মিনিট ৮ সেকেন্ডের ট্রেলারে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা, সার্কাস, জাদুর পাশাপাশি সম্পর্ক, সমাজ ও প্রতিশোধের ইঙ্গিত পাওয়া গেছে। কেন্দ্রীয় চরিত্র হিসেবে নজর কেড়েছেন জয়া আহসান। একাধিক সংলাপে নিজের দক্ষতা ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।




/ 'বিউটি সার্কাস' -এ জয়া আহসান /

'কখনও তিনি বলেছেন, 'আমি বলি এইটা কোনও গল্প না। না বিউটির, না সার্কাসের।' আবার কখনও বলেছেন, 'আমি আজ আপনাদের মাঝে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি। রক্তের ইতিহাসের সাক্ষ্য।' ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ

'আমি ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি': জয়া আহসান

সরকারের অনুদান পেয়েছিলো 'বিউটি সার্কাস'। সিনেমাটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধু প্রমুখ।'
 

'আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি। একইদিন মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা 'অপারেশন সুন্দরবন'। সার্কাসের জাদু-রহস্য নাকি সুন্দরবনে র‍্যাবের দুর্ধর্ষ অভিযান, কোন গল্প দর্শককে বেশি আকৃষ্ট করে, সেটাই এখন দেখার অপেক্ষা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত