সর্বশেষ

'সরকারকে মেরুদণ্ড শক্ত করার আহ্বান বিএনপির'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গোলাবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারকে মেরুদণ্ড শক্ত করার আহ্বান জানিয়েছে বিএনপি। এ বিষয়ে দলটির পক্ষ থেকে অবিলম্বে মিয়ানমারের ঔদ্ধত্য প্রতিরোধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।'
 

'শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির বিদেশ বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি স্বাধীনতা ও সার্বভৌম দেশের ভৌগলিক অখণ্ডতা রক্ষার্থে মেরুদণ্ড সোজা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।'


'বিএনপি মনে করে, সরকারের নতজানু ও দুর্বল কূটনীতির সুযোগে মিয়ানমার বাংলাদেশের অভ্যন্তরে গোলা বর্ষণের সাহস পেয়েছে। দলের মহাসচিবের মন্তব্য,

'সরকারকে মেরুদণ্ড শক্ত করার আহ্বান  বিএনপির'

 'এমনিতেই ১২ লাখ রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ মহাসংকটে আছে। তার ওপর এখন নতুন করে সীমান্ত সমস্যা সৃষ্টি করছে মিয়ানমার।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত