সর্বশেষ

সরকার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে

প্রকাশ :


২৪খবরবিডি: 'রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বত্র সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে। তিনি বলেন, সরকার দরিদ্র গ্রামবাসীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনেছে, কারণ তাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে।'
 

'রেলমন্ত্রী বলেন, দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে এবং একই সঙ্গে সরকার গ্রামবাসীদের মধ্যে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে। সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘিতে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম সুজন।'


'তিনি বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে গত ১৪ বছরে দেশে কোনো খাবারের অভাব না থাকায় এখন গ্রামের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।

সরকার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে

রেলমন্ত্রী বলেন, সরকার ৫০ লাখ পরিবারের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করায় প্রায় ১ কোটি মানুষ কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য সেবা পাচ্ছেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত