প্রকাশ :
২৪খবরবিডি: 'আর্মেনিয়ায় সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আজারবাইজান-আর্মেনিয়া দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার মধ্যেই দেশটিতে পৌঁছেছেন তিনি। নাগোর্নো-কারাবাখের বিতর্কিত অঞ্চল নিয়ে গত মঙ্গলবার নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। এতে উভয় পক্ষের শতাধিক সেনা নিহত হন।'
'মার্কিন দূতাবাস জানিয়েছে, স্পিকার এ সফরে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পেলোসির এই সফর আর্মেনিয়ায় মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা ও কৌশলগত নীতির
দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার মধ্যেই আর্মেনিয়া সফরে পেলোসি
অংশ। এ প্রসঙ্গে আর্মেনিয়ার স্পিকার অ্যালেন সিমোনিয়ান সাংবাদিকদের বলেন, পেলোসির তিন দিনের সফর আমাদের নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে। খবর আল জাজিরার।'