প্রকাশ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
২৪খবরবিডি: 'ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে করাচিতে বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তোলে ইংলিশরা।'
'১২তম ওভারে হারিস রউফের শিকার হয়ে ২৭ বলে ৩০ রান করে সাজঘরে ফিরেন ফিলিপ সল্ট। ২২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলা বেন ডাকেট নাওয়াজের শিকার হয়ে ফিরেন পরের ওভারেই। ২৩ বলে ৪টি করে চার-ছক্কায়
পাকিস্তানের দাপুটে জয় বাবরের রাজসিক সেঞ্চুরিতে
অধিনায়ক মঈন আলি খেলেন ৫৫ রানের হার না মানা ইনিংস। অধিনায়কের এমন ব্যাটিংয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় সফরকারীরা। মাঝে ১৯ বলে ৩১ রান করে হ্যারি ব্রক। পাকিস্তানের পক্ষে শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ নেন ২টি করে উইকেট, আর মোহাম্মদ নাওয়াজ নেন একটি উইকেট।'