প্রকাশ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
২৪খবরবিডি: 'যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে অর্থ চুরির ব্যাপারে কোনো তথ্য জানা নেই। তবে এমনটা ঘটলে তা অত্যন্ত দুঃখজনক ব্যাপার বলে অভিহিত করেন তিনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের টেবিল টেনিস ফাইনাল খেলা ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।'
'এবারের টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫৬টি বিশ্ববিদ্যালয়ের ২৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সাফজয়ী সাবিনাদের লাগেজ থেকে অর্থ চুরি, জানেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।'