সর্বশেষ

সোমবার বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে প্রথম ফ্লাইট চীনে যাবে

প্রকাশ :


২৪খবরবিডি: 'করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে চীনে যাওয়া শুরু করবে বলে জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং। শনিবার (২৪ সেপ্টেম্বর) চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান চীনা রাষ্ট্রদূত।'
 

'রাষ্ট্রদূত বলেন, মহামারি চলাকালে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে আমরা ভিসা দেওয়া পুনরায় শুরু করেছি। তাদের জন্য নির্ধারিত ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু হবে। এর মধ্যে প্রথম ফ্লাইট সোমবার (২৬ সেপ্টেম্বর) যাত্রা করবে। গত ১১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৬ সেপ্টেম্বর চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট ঢাকা থেকে কুমিংয়ের উদ্দেশে রওনা করবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ফ্লাইটি তার দুদিন পর শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে। পরবর্তী মাসে দুটি ফ্লাইট (১০ ও ২৪ অক্টোবর) ঢাকা থেকে কুমিং যাবে। একই মাসে দুটি ফ্লাইট (১২ ও ২৬ অক্টোবর) ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে। প্রায় দেড় হাজার শিক্ষার্থী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরে যাবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল মন্ত্রণালয়।'


'লি জিমিং বলেন, বাংলাদেশ ও চীন একে অপরের বিশ্বস্ত বন্ধু। সে কারণেই কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে এবং মহামারি পরবর্তী পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশ ও চীন সব সময় একসঙ্গে দাঁড়িয়েছে। আমরা একে অপরকে মহামারি

সোমবার বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে প্রথম ফ্লাইট চীনে যাবে

বিরোধী সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন ইত্যাদিতে সাহায্য করেছি। রাষ্ট্রদূত বলেন, গত এক দশকে বাংলাদেশ ও চীন উভয় দেশই অবিশ্বাস্য সাফল্যের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আগামী দিনে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও বাড়বে বলে প্রত্যাশা করছি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত