সর্বশেষ

ইউক্রেনের এই প্রথম ব্রিজ উড়িয়ে দেওয়ার অভিযোগ, রুশ সেনাদের বিরুদ্ধে

প্রকাশ :


(রুশ সেনারা ইউক্রেনের উত্তরপূর্ব অঞ্চলে ব্রিজ উড়িয়ে দিচ্ছে)

২৪খবর বিডি : 'সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধের ৭৩তম দিনে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে ব্রিজ উড়িয়ে দেওয়ার অভিযোগ আনল। '
 
* খবরে বলা হয়েছে, উত্তরপূর্ব অঞ্চলে ইউক্রেন সেনাদের পাল্টা আক্রমণ থামাতে রুশ সেনারা ব্রিজ উড়িয়ে দিচ্ছে।
ইউক্রেন সেনাবাহিনীর সর্বশেষ অভিযানিক তথ্যে জানানো হয়েছে, খারকিভের পূর্বে সিরকুনি, রুস্কি ও ইয়ুস্কি অঞ্চলে রুশ সেনারা তিনটি ব্রিজ উড়িয়ে দিয়েছে।
 
' ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হলেও সংবাদমাধ্যম সিএনএন স্বতন্ত্রভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। '
 
'' ইউক্রেনের এই প্রথম ব্রিজ উড়িয়ে দেওয়ার অভিযোগ, রুশ সেনাদের বিরুদ্ধে ''
 
* তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহে খারকিভের উত্তর ও পূর্বের কয়েকটি গ্রাম ইউক্রেনীয় বাহিনী পুনর্দখল করে নিয়েছে। এতে রুশ বাহিনীর পক্ষে খারকিভ শহরে আর্টিলারি হামলা করা কঠিন হয়ে যাচ্ছে। একইসঙ্গে দোনেতস্ক এবং লুহানস্কে যুদ্ধরত রুশ সৈন্যদের রসদ সরবরাহ হুমকির মধ্যে পড়ছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত