প্রকাশ :
২৪খবরবিডি: 'ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ শাখার সাংগঠনিক সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া ১৭ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার মধ্যরাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।'
'জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রিভা এবং রাজিয়ার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল ফেরদৌস। এর দুদিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্তা করারও অভিযোগ
'ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত', ১৭ নেতা-কর্মীকে বহিষ্কার
ওঠে। এদিকে গত ২৬ আগস্ট সমকালে রিভার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে 'ইডেনের 'ডন' রিভা' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে রিভার বিরুদ্ধে 'দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি', 'ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়া'সহ সিট বাণিজ্য, ক্যানটিন থেকে চাঁদা দাবি' প্রভৃতি বিষয় ওঠে আসে।'