সর্বশেষ

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশ :


/ নদীর পাড়ে বাড়ছে অপেক্ষারত স্বজনদের সংখ্যা /

২৪খবরবিডি: 'পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ এ। রাত সাড়ে ১১টার দিকে আপাদত উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। কাল ভোর ৫টার দিকে আবার উদ্ধার কাজ চালু হবে বলে জানান রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।'

 

'জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কও রায় বলেন, এ পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সর্বশেষ ৬৫ জনকে নিয়ে নিখোঁজের তালিকা করা হয়েছে। খবর পেয়ে পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার দুপুরের দিকে মহালয়া উদযাপনে পুণ্যার্থীরা ধর্মসভায় যোগ দিতে নদী পার হওয়ার সময় আউলিয়ার ঘাট এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকার মাঝি ছাড়া নিহত সবাই হিন্দু সম্প্রদায়ের।'


'এই নৌকাডুবির ঘটনায় নিহত ২৫ জন হলেন- পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৫), প্রিয়ান্তা রানী (৫), খুকি রানী (৩৫), প্রলিমা রানী (৫৫), তারা রানী (২৪), শোনেকা রানী (৬০), ফাল্গুনী রানী (৫৫),

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ২৫

প্রমীলা রানী (৭০), ধনবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শিমলা রানী (৩৫), উশোষী রানী (২), তনুশ্রী রানী (২), শ্রেয়শী রানী (২), বিমল চন্দ্র (৪৫), শ্যামলী রানী (৩৫), জোতিষ চন্দ্র (৫৫), রূপালী রানী (৩৫), নৌকার মাঝি হাসান আলী (৫২) ও ব্রজেন্দ্র নাথ (৫৫)।'
 

'ঘটনার পর জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। জেলা প্রশাসনের পক্ষ থেকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। লাশ শনাক্তসহ যে কোনো প্রয়োজনে ০১৭০৮-৩৯৭৭১৮০১৭১৯-৩৪৭১৭৩ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত