সর্বশেষ

পারমাণবিক হামলা চালাবে রাশিয়া মনে করেন জেলেনস্কি

প্রকাশ :


/ ভলোদিমির জেলেনস্কি / ছবি: রয়টার্স

২৪খবরবিডি: 'ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মনে করেন, পারমাণবিক হামলা চালাবে রাশিয়া। রবিবার সিবিএস টেলিভিশনের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে নিজের এমন আশঙ্কার কথা জানান তিনি। ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি একটি বাস্তব ঘটনা হয়ে উঠতে পারে। ইউক্রেনে রুশ আগ্রাসনের সাত মাসের মাথায় গত ২১ সেপ্টেম্বর এক টেলিভিশন ভাষণে পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।'
 

'তিনি বলেন, 'রাশিয়ার অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে।' পুতিনের এমন বক্তব্য সম্পর্কে ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ফলে পুতিনের দাবির কিছু সত্যতা থাকতে পারে। জেলেনস্কি বলেন, 'সে পুরো দুনিয়াকে ভয় দেখাতে চায়। এগুলো তার পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রথম ধাপ। আমি মনে করি না যে, সে ফাঁকা বুলি ছুড়েছে।' এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি হবে 'বিপর্যয়কর'। রবিবার এনবিসি টেলিভিশনের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ডে কথিত গণভোটের ঘটনায় রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি উচ্চারণ করেন জ্যাক সুলিভান।'


'রাশিয়ায় চলমান বিক্ষোভ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার দিকে মনোনিবেশ করছে। রাশিয়ার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জেনেশুনে নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন

পারমাণবিক হামলা চালাবে রাশিয়া মনে করেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ভাষায় দেওয়া এক ভাষণে রুশ বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, 'আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে। কেউ আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি জানবে না।''

Share

আরো খবর


সর্বাধিক পঠিত