প্রকাশ :
২৪খবরবিডি: 'ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মনে করেন, পারমাণবিক হামলা চালাবে রাশিয়া। রবিবার সিবিএস টেলিভিশনের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে নিজের এমন আশঙ্কার কথা জানান তিনি। ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি একটি বাস্তব ঘটনা হয়ে উঠতে পারে। ইউক্রেনে রুশ আগ্রাসনের সাত মাসের মাথায় গত ২১ সেপ্টেম্বর এক টেলিভিশন ভাষণে পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।'
'রাশিয়ায় চলমান বিক্ষোভ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার দিকে মনোনিবেশ করছে। রাশিয়ার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জেনেশুনে নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন
পারমাণবিক হামলা চালাবে রাশিয়া মনে করেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ভাষায় দেওয়া এক ভাষণে রুশ বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, 'আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে। কেউ আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি জানবে না।''