প্রকাশ :
২৪খবরবিডি: 'রংপুর মহানগরীর ১৬৯টি মণ্ডপে একযোগে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার রাত থেকে মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজা উদযাপন শুরু হয়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নগরীর পাকপাড়া পূজামণ্ডপ পদ্মা সেতুর আদলে সাজানো হয়েছে।'
'এরই মধ্যে শনিবার রাত ৯টায় নগরীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে আসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি বলেন, গত বছর কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনার কারণে এবার সবগুলো মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাইবার ক্রাইমকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
রংপুরে পদ্মা সেতুর আদলে সেজেছে পূজামণ্ডপ
গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে দুর্গাপূজা উদযাপন করা যায় সেজন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। কেউ যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপ পাহারা দেবেন।'