সর্বশেষ

''জেলে গিয়ে দেখুন র‌্যাব ও পুলিশের অনেক সদস্য জেল খাটছে''

প্রকাশ :


/ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল / ফাইল ছবি

২৪খবরবিডি: 'শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ পার পাচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'র‌্যাব-পুলিশ যেই হোক, অপরাধ করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি।' তিনি বলেন, 'জেলে গিয়ে দেখুন পুলিশ ও র‌্যাবের অনেক সদস্য জেল খাটছে।'
 

'আমরা কাউকে ছাড় দিচ্ছি না। যুক্তরাষ্ট্র যে সংস্কারের কথা বলছে আমরা সবসময় সেটা করছি। আমরা র‌্যাব আধুনিকায়ন করছি, যেটা প্রয়োজন সেটাই করছি।' রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ মানবপাচার নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, র‌্যাব সংস্কারের মধ্যেই আছে। র‌্যাবের কেউ অপরাধে যুক্ত হলে তার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব এলিট ফোর্স, আমরা বিভিন্ন সময়ে র‌্যাবকে বিশেষ দায়িত্ব দিয়ে থাকি। তারা তাদের নীতিমালা অনুযায়ী কাজ করে। আমাদের কাছে যে রিপোর্টটা এসেছে, আমরা তা স্টাডি করছি। যদি কারও ব্যক্তিগত ইনভলভমেন্ট থাকে সেগুলো আমরা দেখছি। আমরা চেক করে দেখছি, ভুলভ্রান্তি থাকলে আমরা দেখছি।


'র‌্যাবের কার্যক্রম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'র‌্যাব যখন তৈরি হয় তাদের ট্রেনিং দিয়েছিল যুক্তরাষ্ট্র।' গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

''জেলে গিয়ে দেখুন র‌্যাব ও পুলিশের অনেক সদস্য জেল খাটছে''

জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি।হাসের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে 'র‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না' বলে মন্তব্য করেন এলিট ফোর্সটির নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন। শনিবার (১ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত