প্রকাশ :
২৪খবরবিডি: 'শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ পার পাচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'র্যাব-পুলিশ যেই হোক, অপরাধ করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি।' তিনি বলেন, 'জেলে গিয়ে দেখুন পুলিশ ও র্যাবের অনেক সদস্য জেল খাটছে।'
'র্যাবের কার্যক্রম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'র্যাব যখন তৈরি হয় তাদের ট্রেনিং দিয়েছিল যুক্তরাষ্ট্র।' গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
''জেলে গিয়ে দেখুন র্যাব ও পুলিশের অনেক সদস্য জেল খাটছে''
জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি।হাসের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে 'র্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না' বলে মন্তব্য করেন এলিট ফোর্সটির নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন। শনিবার (১ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন।'