প্রকাশ :
২৪খবরবিডি: 'রাজশাহীতে বায়ো হার্বস ফার্মাসিউটিক্যালস কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের ওপর হামলার পর রোববার (২ অক্টোবর) বিকেলে নগরীর হড়গ্রাম টুলটুলিপাড়ার ওই কারখানায় অভিযান চালানো হয়।'
'তিনি বলেন, রোববার দুপুর ১২টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়ো হার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন। এ নিয়ে প্রতিবাদ জানালে বায়ো হার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা তানজিমের ওপর চড়াও হন। তাকে মারধরের পাশাপাশি গাড়িও ভাঙচুর করেন তারা। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে অবস্থান নেন।
রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার পর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
পরে কারখানাটিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় তানজিমুল হক পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এরপর পুলিশ কারখানাটিতে অভিযান চালিয়ে চার কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে।'